সুনামগঞ্জের ছাতকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গোবিন্দনগর মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মুফতী মাওলানা মইনুল হক মুমিন, বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, সহকারী শিক্ষক জাকির হোসাইন, সহকারী শিক্ষক রাশেদা বেগম।
ছাত্র সংসদের জি.এস আবুল হাসান মোঃ আদনান ও সহ সাংগঠনিক সম্পাদক জাবের আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল-ফজল ছাত্র সংসদ এর ভিপি হাফিজ বিলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক হাফিজ সালমান আহমদ,সহ প্রচার সম্পাদক আরিফুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফিজ আব্দুল আজিজ, জুবায়ের আহমদ প্রমুখ।